Pages

Categories

Search

আজ- রবিবার ১৬ জুন ২০১৯

নওগাঁয় শাহ আলম চৌধুরী চারুপাঠের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শোভাযাত্রা

ফেব্রুয়ারি ১২, ২০১৬
নওগাঁ, প্রতিষ্ঠা বার্ষিকী, বিনোদন, সাহিত্য
No Comment

Naogaon_Pic_12.02.16[1]
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শাহ আলম চৌধুরী চারুপাঠ-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নওগাঁ শহরের শহরের মুক্তির মোড়ে মুক্তি কমিউনিটি সেন্টারে এর উদ্বোধন করেন আবৃত্তি পরিষদ নওগাঁর সভাপতি ডাঃ ময়নুল হক দুলদুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার ও এটিএন বাংলা’র সংবাদ পাঠক আসিফুর রহমান সাগর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ওহিদুর রহমান, প্রাক্তর অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সমাজ সেবক আলতাফুল হক চৌধুরী আরব, একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারি, শাহ আলম চৌধুরী চারুপাঠের পরিচালক মাগফুরুল হাসান বিদ্যুৎ, চারুপাঠের শিক্ষক রফিকুদ্দৌলা রাব্বী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, তারিক হাসান, এসএম মাহফুজুর রহমান শিমুল, শাহিন রেজা অর্ণব প্রমূখ।

উদ্বোধন শেষ নৃত্য নিকেতন নওগাঁর শিল্পবৃন্দ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তি কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। র‌্যালীতে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী, শাহ আলম চৌধুরী চারুপাঠ-এর শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ও শাহ আলম চৌধুরী চারুপাঠের সহ-সভাপতি শাহরিয়ার হোসেন শাবিন শিল্পকর্ম প্রদর্শণীর উদ্বোধন করেন।

শিল্পকর্ম প্রদর্শণীতে শাহ আলম চৌধুরী চারুপাঠের শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের (চিত্রকলা) এমএফএ মাষ্টার্সের শিক্ষার্থী তারিক হাসানের ৪টি শিল্পকর্ম, চারুকলা (মৃৎশিল্প) বিভাগের মাষ্টার্সের শিক্ষার্থী দুলাল হোসাইন শাহ’র ৪টি শিল্পকর্ম, এমএফএ গ্রাফিক্স ডিজাইনের শিক্ষার্থী শাহিন রেজার ৭টি, বিএফএ অনার্স চিত্রকলা বিভাগের শিক্ষার্থী এসএম মাহফুজুর রহমান শিমুলের ৪টি এবং নওগাঁ সরকারী কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী মুস্তাকীম সাদাত মাফিনের ৪টি শিল্পকর্ম প্রদর্শণীতে স্থান পেয়েছে।