২৯ আরোহী নিয়ে ভারতীয় বিমান নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক:
ইন্ডিয়ান এয়ারফোর্সের (আইএএফ) একটি বিমান ২৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে। খবর এনডিটিভির।
আইএএফের এএন-৩২ বিমানটি চেন্নাইয়ের তামবারাম থেকে ব্লেইর বন্দরের উদ্দেশ্যে যাত্রা সকাল ৮টার কিছু পর যাত্রা করেছিল। সকাল ১১টা ২০ মিনিটে গন্তব্যে পৌঁছার কথা থাকলেও তা পৌঁছায়নি।
কর্তৃপক্ষ জানায়, বিমানটি উড়ার ১৫ মিনিট পর বিমানের সার্ভিসের সাথে জড়িত ব্যক্তির সাথে কথা হয়েছিল।
জানা যায়, বিমানে একটি জরুরী বেকন লোকেটর আছে। যদি বিমানটি বিধ্বস্ত হয় তাহলে বিমানকে খুঁজে পেত এটি সাহায্য করবে।
আইএএফ, নেভি এবং উপকূলরক্ষী বাহিনী নিখোঁজ বিমানটি খুঁজে বের করতে যৌথ অভিযান শুরু করেছে।
ভারতের নেভি নিখোঁজ বিমানকে খুঁজে বের করার জন্য বঙ্গোপসাগরে নজরদারি প্লেন নামিয়েছে। কারমুখ, ঘাড়িয়াল, জ্যোতি এবং কুথার নামের চারটি জাহাজ সর্বোচ্চ গতিতে অনুসন্ধান করছে। এছাড়া ডরনিয়ার এক বিমানও নিখোঁজ বিমানটির খোঁজ করছে।
বিমানটির নিখোঁজ হওয়ার পেছনে এখনো কোনও কারণ জানা যায়নি। এর পর অনেক চেষ্টা করেও বিমানটির সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
উল্লেখ্যে, আইএএফ-এ ১০০টির ও বেশি এএন-৩২ বিমান রয়েছে। এই বিমানটি জ্বালানী ভরার পর চার ঘণ্টা এক টানা উড়তে পারে।