Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ১৫ জানুয়ারি, ২০১৯

হান্নান শাহের মুক্তির দাবীতে কাপাসিয়ায় হরতাল চলছে

নভেম্বর ২৬, ২০১৩
কাপাসিয়া, রাজনীতি
No Comment

কাপাসিয়া সংবাদদাতা ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেঃ (অবঃ) আ. স. ম. হান্নান শাহকে গ্রেফতারের প্রতিবাদে উপজেলা বিএনপির আহবানে আজ মঙ্গলবার কাপাসিয়ায় সকাল সন্ধ্যা হরতাল চলছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেন সেলিম জানান, হরতালের সমর্থনে উপজেলার ইকুরিয়া, জামিরারর চর, দুর্গাপুর, ঘাগুটিয়া চালাসহ বিভিন্ন পিকেটিং হয়েছে। উপজেলা থেকে কোন যানাবাহন চলাচল করছে না।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল রয়েছে। পরিস্থিতি শ্বাভাবিক আছে।