হাতীবান্ধায় সড়ক দুর্ঘনায় নিহত ১ আহত-৪
রাহেবুল ইসলাম, লালমনিরহাট কালীগঞ্জ থেকে: আজ সোমবার সকাল ১১টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সদরে মহা সড়কে এক মর্মান্তিক সড়ক দূর্ঘনায় অটোরিকসা যাত্রী শিশু নয়ন (৮) এর মর্মান্তিক মৃত্যু অটো চালকসহ অপর ৪ জন গুরুত্বর আহত হয়েছে।
জানাগেছে, উপজেলা সদরস্থ দার্শনিক স্থান শাহগরীবুল্যাহ দরবেশ (র:) মাজার প্রাঙ্গনে ৭৬তম বার্ষিক ইছালে ছাওয়াব অনুষ্ঠানের তবারক নিয়ে সকালে অটোরিকসা যোগে বাড়ি ফেরার সময় পথিমধ্যে উপজেলা পরিষদের ৩’শ গজ অদুরে আরডিআরএস অফিসের সামনে মহাসড়কে পিছন থেকে বেপরোয়ার ভাবে একটি ইট বোঝাই ট্রাক্টর দ্রুত অটোরিকসা কে চাঁপা দিলে ঘটনাস্থলেই নয়ন (৮) এর মর্মান্তিক মৃত্যু ঘটে। এবং অপর ৪ জনের মধ্যে অটোচালক মানিক (২৮), মিজানুর (১৩), মোজাহিদ (১০) ও নাহিদ (১২) কে গুরুত্বর আহত হয়। আহতদের কে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ দিকে ট্রাক্টর চালক পালিয়ে গেলেও ধুমরে মুচরে যাওয়া অবস্থায় ট্রাক্টর ও অটোরিকসা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ খবর লেখা সময় পর্যন্ত কোনরুপ মামলা দায়ের করা হয়নি। মৃত নয়নের বাবা আঃ ছালাম জানান, মামলার প্রস্তুতি চলছে।