স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কালীগঞ্জে মাধ্যমিক পর্যায়ের স্যানেটারী ন্যাপকিন বিতরণ
গাজীপুর দর্পণ রিপোর্ট : কালীগঞ্জ উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের এডিপি’র আওতায় উপজেলা মাধ্যমিক পর্যায়ের তিন হাজার ছাত্রী পেল স্যানেটারী ন্যাপকিন।
মঙ্গলবার দুপুরে তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ন্যাপকিন বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি প্রধান অতিথি হিসেবে উপজেলার মাধ্যমিক পর্যায়ের তিন হাজার ছাত্রীর হাতে স্যানেটারী ন্যাপকিন তুলে দেন।
কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান। এতে আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, শর্মিলী দাস মিলি, প্রাণ-আরএফএল’র সিনিয়র জেনারেল ম্যানেজার কমান্ডার মো. শামসুল আলম মিয়া বিএন (অব:), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন ফ্রান্সিস রিবেরু, সেন্ট মেরিস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ক্রিসটিনা রোজারিও, চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেনুকা ইয়াসমিন, পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী কিরণ এসএসআরএ প্রমুখ।