Pages

Categories

Search

আজ- রবিবার ১৬ জুন ২০১৯

সিলেটে অনলাইন সাংবাদিকতা বিষয়ক পিআইবির প্রশিক্ষণ চলছে

পিআইবি সেমিনার কক্ষ থেকে-মুহাম্মদ রুহুল আমীন নগরী:বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত সিলেটের সাংবাদিকদের জন্য অনলাইন সাংবাদিকতা বিষয়ক  প্রশি¶ণ শুরু হয়েছে। রবিবার সকালে  পিআইবির পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) আনোয়ারা বেগম ¯^াগত বক্তব্য রাখেন।
প্রথম অধিবেশনে অনলাইন সাংবাদিকতার ইতিহাস বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, ডেইলি স্টারের ডেপুটি এডিটর মো. মাহমুদুল হক। এপর্বে সিলেট বিভাগে কর্মরত ২৭টি জাতীয় ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টালের  ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন। যেসব অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা প্রশিক্ষণে অংশ নিলেন  সেগুলো হলো, বাংলা নিউজ আপডেট ডটকম, সিলেটভিউ টোয়েন্টি ফোর ডটকম, নিউজ মিরর টোয়েন্টি ফোর ডটকম,সিলেট রিপোর্ট ডটকম, ঢাকা নিউজ টোয়েন্টি ফোর ডটকম, সিলেটের কণ্ঠ টোয়েন্টি ফোর ডটকম, ম্যাসমিডিয়া বিডি ডটকম, সিলেট টোয়েন্টি ফোর নিউজ ডটকম, সিলেট সংবাদ ডটকম, সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম, সময়বার্তা ডটকম, নতুনমাত্রা টোয়েন্টি ফোর ডটকম,  সুরমা টাইমস ডটকম, ডেইলি বিডি নিউজ ডটনেট, ড্রিম সিলেট ডটকম, পরিবর্তন ডটকম, বাংলাডাক ডটকম, হবিগঞ্জ নিউজ টোয়েন্টি ফোর ডটকম, নিউজ হবিগঞ্জ ডটকম, দি সুনামগঞ্জ টাইমস ডটকম, হাওর টোয়েন্টি ফোর ডটকম, পাতাকুঁড়ি ডটনেট, বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডটকম, দি রিপোর্ট টোয়েন্টি ফোর ডটকম, সাভার নিউজ টোয়েন্টি ফোর ডটকম, আইপোর্ট বিডি ডটকম ও বাংলা মেইল টোয়েন্টি ফোর ডটকম। এরআগে পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর শনিবার বিকেলে ঢাকায় পৌঁছে যাওয়া সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।