Pages

Categories

Search

আজ- সোমবার ১৮ ফেব্রুয়ারি ২০১৯

সাপাহারে শত্রুতামূলক আমগাছ কর্তণ

সেপ্টেম্বর ৩০, ২০১৭
অপরাধ, আইন- আদালত, কৃষি, নওগাঁ
No Comment


মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পূর্র্ব শত্রুতার জের ধরে নিরীহ এক ব্যক্তির দেড় বিঘা জমিতে রোপনকৃত ২০০টি আম গাছ কেটে ফেলে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে।
সূত্র মতে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার দিবাগত রাতের অন্ধকারে উপজেলার বাবুপুর মধ্যপাড়া গ্রামে মৃত রাতিয়ার পূত্র নিরঞ্জনের মোট দেড় বিঘা জমিতে অবস্থিত আম বাগানে ২০০টি গাছ কেটে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়- ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষের লোকজন। একই গ্রামের প্রতিপক্ষ আলহাজ্ব আব্দুল গফুর ও তার ছেলেরা দীর্ঘদিন যাবৎ উল্লেখিত ওই জমিটি অবৈধভাবে জোর জবরদস্ত দখলের অপচেষ্টা চালিয়ে আসার এক পর্যায়ে জমিটিতে দখল না পাওয়ায় গাছ কেটে এই ক্ষয় ক্ষতি সাধন করেছে ওই ভূমিলোভী পরিবার বলে অভিযোগ করেন নিরঞ্জন।
এ ব্যপারে গফুরের ছেলে বিদ্যুতের সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে সে এ প্রতিনিধির ফোন রিসিভ করে নাই।