Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৩ মে ২০১৯

সাপাহারে রিক’র শিক্ষা বৃত্তির চেক বিতরণ

জুন ২২, ২০১৬
এনজিও, নওগাঁ, শিক্ষা
No Comment

photo,sapahar,22,06,2016_ric[1]
বাবুল আকতার, সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বে-সরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে অতি দরদ্রি সদস্যদের মেধাবী ছেলে মেয়েদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে সাপাহার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভা কক্ষে নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৩ জন মেধাবীর প্রত্যকের হাতে শিক্ষা বৃত্তির ১৮ হাজার টাকা করে মোট ৫লক্ষ ৯৪ হাজার টাকার চেক বিতরণ করেন নওগাঁ -১ আসনের সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াহেদ আলী মাষ্টার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সংস্থার সহ:জেনারেল ম্যানেজার এস এ হালিম, এরিয়া ম্যানেজার আব্দুল আলিম সিনিয়র অফিসার মঞ্জুরুল করিম, শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান প্রমুখ।