Pages

Categories

Search

আজ- শুক্রবার ১৯ এপ্রিল ২০১৯

সাপাহারে উপজেলা কল্যান সংস্থার ঈদ পূণর্মিলনী

সেপ্টেম্বর ২৯, ২০১৫
উৎসব, এনজিও, নওগাঁ
No Comment

বাবুল আকতার, সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ”সাপাহার উপজেলা কল্যান সংস্থা, রাজশাহী’র উদ্যোগে ঈদপূণর্মিলনী অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অবসর প্রাপ্ত অধ্যাপক ইসমত ইনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী,প্রফেসর এস এম এ হুরাইরা, ড,শহিদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুন নূর, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন মিঞা। অনুষ্ঠানে এইচ এস সি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ২৫জন কৃতি ছাত্র ছাত্রীকে সংস্থার পক্ষ থেকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়। সাপাহার উপজেলা কল্যান সংস্থার বিভিন্ন সমাজ সেবা মুলক কর্মকান্ডে মুগ্ধ হয়ে সংস্থার উন্নয়ন ফান্ডে প্রধান অতিথি ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন। রাজশাহীতে উপজেলার যে কোন ছাত্র ছাত্রী শিক্ষা সংক্রান্ত বিষয়ে সমস্যার সম্মুখিন হলে সংস্থা দ্রুত সমধানের উদ্যোগ গ্রহন করবে বলে অনুষ্ঠানের সভাপতি  অধ্যাপক ইসমত ইনামুল হক (অবসর প্রাপ্ত) সমাপনী বক্তব্যে ঘোষনা দেন।