Pages

Categories

Search

আজ- বুধবার ১৪ নভেম্বর ২০১৮

সাংবাদিক লিটনের ছেলে সাইফী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

এপ্রিল ১১, ২০১৭
কাপাসিয়া, পরীক্ষা, শিক্ষা
No Comment

কাপাসিয়া সংবাদদাতাঃ তারাগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, বিশিষ্ট সাংবাদিক শামসুল হুদা লিটনের একমাত্র ছেলে ফারহান লাবীব সাইফী পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৬ সালের প্রাইমারী স্কুল সার্টিফিকেট(পিএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার রোল নম্বর ছিল ৪৮০৩।

তার মা মুসলিমা আক্তার সুইটি পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার দাদা মরহুম শুক্কুর আলী মাষ্টার ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নানা মরহুম মোতালিব মাষ্টার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।

ফারহান লাবীব সাইফী ২০১৫ সালে চতুর্থ শ্রেণি থেকে কাপাসিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় প্রথম গ্রেডে বৃত্তি পেয়ে ছিল। এর আগে ২০১৪ সালে গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বৃত্তি পরীক্ষায় দ্বিতীয় গ্রেডে বৃত্তি লাভ করে।

তার প্রিয় সখ অবসর সময়ে বই পড়া ও বাগান করা। প্রিয় ব্যক্তিত্ব বিশ^ নবী হযরত মোহাম্মদ (সাঃ)। প্রিয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সে সকলের দোয়া প্রার্থী।