Pages

Categories

Search

আজ- রবিবার ২০ জানুয়ারি, ২০১৯

সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শান্তি সমাবেশ

জুলাই ১৪, ২০১৬
জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা
No Comment

file (2)নিজস্ব প্রতিবেদক:
গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গী হামলায় নারকীয় হত্যাকান্ড, ঈদের দিন শোলাকিয়া ঈদগাহ ময়দান-সংলগ্ন স্থানে সন্ত্রাসী হামলা ও প্রাণহানি, মাদারীপুরে নাজিমুদ্দিন কলেজের শিক্ষককে হত্যা প্রচেষ্টাসহ সারাদেশে নিরীহ শান্তিকামী দেশী-বিদেশী নাগরিকদের বেছে বেছে টার্গেট কিলিং-এর মত সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার প্রতিবাদে ও দেশ-জাতি, শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার স্বার্থে শুভ বুদ্ধির উদ্বোধন ঘটাতে সারাদেশব্যাপী অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আগামি ২১ শে জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় ফার্মগেট খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ’ আয়োজন করেছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।