শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেফালী (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত শেফালী টেপিরবাড়ি এলাকার তমিজ উদ্দিনের স্ত্রী। তিনি টেপিরবাড়ী গ্রামের কেফায়েত মুন্সির বাড়িতে ভাড়া থাকতেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত বলেন, সকালে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে লাকড়ি বা আম কুড়াতে গিয়েছিল ওই নারী। সেখানে রাতে ঝড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়েছিল ওই তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
তিনি আরো বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।