শ্রীপুরে বিদেশী পিস্তল গুলি ৩টি ম্যাগজিন ও বিয়ারসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন ও ১২৫ পিছ বেয়ার উদ্ধার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের (তেলিহাটি মোড়) এলাকার আইভিএস ষ্টীল মিল কারখানার ব্যবস্থাপকের অফিস কক্ষ থেকে এগুলো উদ্ধার করা হয়। এসময় পুলিশ কারখানার দু’কর্মকর্তাসহ ৬জনকে আটক করেছে।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সেকান্দর আলী জানান, গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার সাইদুল ইসলামের পুত্র কারখানার ব্যবস্থাপক কামাল হোসেন (৩৫), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বরুয়াবাড়ী গ্রামের হেমায়েত ফকিরের পুত্র কারখানার ইনচার্জ নুরুজ্জামান (৩২), শ্রীপুর উপজেলার তেলিহাটি গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র বাবুল হোসেন (২৮), গোদারচালা গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র জাহিদুল ইসলাম (৩০), মুলাইদ গ্রামের হাবিজ উদ্দিনের পুত্র মোস্তফা কামাল (৩১) এবং বারতোপা গ্রামের তমিজ উদ্দিনের পুত্র মাসুদ রানা (৩৪)।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সেকান্দর আলীর নেতৃত্বে এসআই সানোয়ার ও জোবাইদুল অভিযান চালিয়ে কারখানার ব্যবস্থাপকের কক্ষ থেকে বস্তায় মোড়ানো অবস্থায় এগুলো পেয়েছে।