শ্রীপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বশির আহম্মেদ কাজল, শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর শুক্রবার বাদজুমা উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে পৌর এলাকার পশু হাসপাতাল সংলগ্ন এন.এন.ইন্টারন্যাশনাল স্কুলে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে বিএনপি’র কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পশু হাসপাতাল থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদে গিয়ে শেষ হয়। এসময় পথসভায় বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বরমী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, গোসিংগা ইউনিয়নের সাবেক সভাপতি নাসির মোড়ল, উপজেলা যুবদলের সভাপতি সাফায়েত হোসেন আকন্দ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান টিটু, পৌর শ্রমিকদলের সভাপতি আলম হোসেন ভুইয়া, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক রেজাউল করিম খোকন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল হক মোল্লা, যুবদল নেতা বিল্লাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক টিপু সুলতান, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, মুনসুর আহম্মেদ, রাজীব মন্ডল, রাসেল সরকার, শামীম আহম্মেদ, সারোয়ার প্রমূখ।