Pages

Categories

Search

আজ- শুক্রবার ২৬ এপ্রিল ২০১৯

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত

জুন ৩, ২০১৭
টঙ্গী, দূর্ঘটনা, সড়ক
No Comment


গাজীপুর দর্পণ রিপোর্ট : ঢাকা- ময়মনসিংহ রেল রুটের গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪৫।

রাজেন্দ্রপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তাইজুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই সময় মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন স্টেশনে দাঁড়ানো ছিল। এসময় ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস স্টেশন অতিক্রম করছিল। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি সে সময় রেল লাইন পার হচ্ছিলেন। এতে ট্রেনে কাটা পড়ে তার দেহ দ্বিখন্ডিত হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

জয়দেবপুর জংশন ফাড়ির এএসআই দেলোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।