Pages

Categories

Search

আজ- রবিবার ২৬ মে ২০১৯

শ্রীপুরে জুয়ার আসর উচ্ছেদ, এক জনের কারাদন্ড

fb_img_1478453418216
মঞ্জুর হোসেন মিলন : গাজীপুরের শ্রীপুর উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় রোববার বিকেলে অভিযান চালিয়ে জুয়ার আসর উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় আটক একজনকে সাত দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক গাজীপুরের এনডিসি মো. মামুন শিবলী।
এনডিসি মো. মামুন শিবলী জানান, জেলা প্রশাসনের অনুমতি ও অনুমোদ ছাড়া সিএন্ডবি এলাকায় দি সোনালী সার্কাসের নামে অশ্লীল নৃত্য, জুয়া চলছে এমন খবর পেয়ে গত বৃহস্পতিবার গিয়ে অভিযান চালানো হয় এবং ওই আসর উচ্ছেদ করা হয়। পরে আবারো শুরু করলে রোববার বিকেলে গিয়ে ওই জুয়ার আসর উচ্ছেদ করে জুয়ার বোর্ড, চেয়ার টেবিলসহ বিভিন্ন মালামাল জব্ধ করা হয়। এসময় দি সোনালী সার্কাসের ম্যানেজার আহসান হাবীব স্বপনকে (৪০) আটক করা হয়েছে। পরে তাৎক্ষনিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।