Pages

Categories

Search

আজ- রবিবার ২৬ মে ২০১৯

শ্রীপুরে ঘুর্নিদূর্গত এলাকা পরিদর্শন করলেন এমপি অধ্যাপক টুসি

মার্চ ২, ২০১৯
প্রকৃতি, রাজনীতি, শ্রীপুর
No Comment

বশির আহমেদ কাজল, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে শনিবার সকালে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন আ’লীগের সংরক্ষিত আসনের মহিলা এমপি অধ্যাপক রুমানা আলী টুসি। তিনি গাজীপুর-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব এড. মো: রহমত আলীর একমাত্র কন্যা। শ্রীপুর আসার পর আলহাজ্ব এড. মো: রহমত আলী এমপির নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় লোকজন মুহুর্মুহ করতালি ও শ্লোগানে মুখরিত করে তাকে শুভেচ্ছা জানান। ঘুর্নিদূর্গত এলাকা পরিদর্শন করার পূর্বে তিনি তার দাদা-দাদীর কবর জিয়ারত করেন। পরে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে শিলা বৃষ্টি সহ ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান। গত ২৭ ফেব্রুয়ারী বিকেলে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি, পোল্ট্রি ফার্ম বিধ্বস্ত হয়। বেশির ভাগ বাড়ী ভেঙ্গে যায়, ঘুর্নিঝড়ে অনেক বাড়ীর চাল, টিন, বেড়া উড়িয়ে নিয়ে যায়। কোন কোন স্থানে ইটের তৈরী সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। শিলা বৃষ্টির কারণে আম, কাঁঠাল, জাম, লিচুর মুকুলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। সৃজিত বনজ বাগান উপড়ে যায়, অনেক জায়গায় বনজ বাগানের ডাল-পালা ভেঙ্গে ও দুমড়ে মুচড়ে ফেলে। অর্জিত গুল্ম লতা সবজির মাচা ও বোরো ধানের ফসল নষ্ট হয়। ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ও তার ছিড়ে যাওয়ায় গত তিন দিন বিদ্যুৎ বিহিন অবস্থায় ছিল শ্রীপুর বিভিন্ন এলাকা। এছাড়া ইন্টারনেটের তার, ডিশের তার, ফাইবার ক্যাবল তছনছ হয়ে গত তিন দিন বিচ্ছিন্ন থাকে। বিদ্যুত ও বিভিন্ন ফাইবার ক্যাবল সংযোগ দিতে গিয়ে বিভিন্ন এলাকায় তিন জন বিদ্যুৎ পৃষ্ট হয়ে আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে, এদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। দূর্গত এলাকা পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ: জলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, শ্রীপুর উপজেলার আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. জাকির হোসেন খান মামুন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ভিপি আহসান উল্লাহ, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: জাহিদুল আলম রবিন, ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু, জেলা মহিলা লীগের নেত্রী মনোয়ারা বেগম বেবীসহ উপজেলা ও জেলা আ’লীগের নেতাকর্মীরা।