শ্রীপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : র্যাব – ১ এর অভিযানে শ্রীপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক। ১৭ সেপ্টেম্বর শ্রীপুর পৌর এলাকার বৈরাগীচালা গ্রাম থেকে ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকা দুটি মোবাইল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
গ্রপ্তারকৃতদের রোববার রাতে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামের আব্দুল হামিদের ছেলে জহির (২৮) ও একই এলাকার সেলিম মিয়ার ছেলে মনিরুল হাসান (২৫)।
র্যাব-১ কোম্পানী কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মহিউল ইসলাম জানান, মাদক বিক্রির কালে গোপন সংবাদের ভিত্তিতে বৈরাগীচালা গ্রামে মাদক ব্যবসায়ী জহিরের বসত বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় মাদক বিক্রয়কালে দুই ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হলেও অপর একজন পালিয়ে যায়। এদের নিকট থেকে ৪’শ ৮৮পিচ ইয়াবা, ইয়াবা বিক্রির ২৩হাজার ৫’শ ২৭টাকা ও দু’টি মোবাইল সেট উদ্ধার করা হয়। এঘটনায় তিন মাদক ব্যবাসায়ীর নাম উল্লেখ করে শ্রীপুর থানার একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।