Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০১৯

শ্রীপুরের বব্যসায়ী ঢাকা থেকে নিখোঁজ

HADUL[1]

শ্রীপুর প্রতিনিধি: শ্রীপুরের বব্যসায়ী ঢাকা থেকে নিখোঁজের ৪ দিনেও খোঁজ মিলে নাই। নিখোঁজের বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ২৯ মে রোববার শ্রীপুর মডেল থানায় জিডি করেন । জিডি নং ১২১৬।
শ্রীপুর থানা জিডি সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত্য ইন্নছ আলী মৃধার পুত্র বালু ব্যবসায়ী হাদিউল ইসলাম মৃধা গত ২৫ মে বুধবার সকাল নিজ বাড়ী থেকে ঢাকা রামপুরা খালাত বোন বেগমের বাসায় যান। পরের দিন ২৬ মে বৃহস্পতিবার বিকাল নিজ বাড়ীতে আসার উদ্দেশ্যে ঢাকা কমলাপুর রেলস্টেশন এসে স্ত্রীর সাথীর সাথে মোবাইল ফোনে কথা বলার কিছুক্ষন পর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়। নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী সাথী জানান, ঢাকায় একটি ব্যাংকের কাজে গেলে আর বাড়ীতে ফেরে নাই। অনেক খোঁজাখুজি করছি।