Pages

Categories

Search

আজ- শনিবার ১৬ ফেব্রুয়ারি ২০১৯

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে বিনামুল্যে চোখের ছানি অপারেশন


বিজ্ঞপ্তী : অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হক (চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন, মহাপরিচালক (সাবেক), স্বাস্থ্য অধিদপ্তর এর নেতৃতে, ন্যাশনাল আই কেয়ার এর ২৫ জন ডাক্তার, হাসপাতাল এর ১ জন ও মালয়েশিয়ার কেপিজের ১ জন ডাক্তার পরিচালনা করেন। এতে ১০০ জন এর ফ্যাকো (সানি) সার্জারি সহ ২৫০০ (প্রায়) জন এর বিনামুল্যে বহিঃ র্বিভাগ এর এর স্বাস্থ্য সেবা দেয়া হয়ে থাকে, মেডিসিন সহ চশমা ও প্রদান করেন এই কার্যক্রমের মাধ্যমে। এই কার্যক্রমের শুরু হয় সকাল ৮:৩০ মিঃ থেকে কিন্তু উদ্বোধন কার্যক্রম দুপুর ১:২০ মিঃ এ সম্পন্ন করেন মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জনাব মোহাম্মাদ নাসিম, এম পি, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়, সাথে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর এর সিভিল সার্জন, মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক, সদস্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, হাসপাতালের এর সিইও জনাবা জাইতুন বিনতি সুলাইমান সহ প্রমুখ।
এই কার্যক্রমের মাধ্যমে হাসপাতালটি দেশের মানুষের অন্ধত্ব দূরীকরণের অবদান রাখছেন ও মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের সহায়তা করছেন, এই বঙ্গমাতার নামের হাসপাতালটি কাজ করে যাচ্ছেন মালয়েশিয়ার কেপিজে হেলথকেয়ার বারহাদ এর সাথে। হাসপাতাল এর কর্তৃপক্ষ এই উদ্যোগে আনন্দিত ও ভবিষ্যতে সম্ভব হলে আর ও এই ধরনের কাজ করবেন। স্বল্পমুল্যে আন্তর্জাতিকমানের স্বাস্থ্য সেবা প্রদানে এই হাসপাতালটি ওয়ান স্টপ হেলথকেয়ার হিসাবে কাজ করে যাচ্ছে।