Pages

Categories

Search

আজ- শুক্রবার ২৬ এপ্রিল ২০১৯

শুধু লেখাপড়া শেষ করেনা, চাকরী করে তার পর বিয়ে করবে। … অধ্যাপক মোঃ ড. জাফর ইকবাল

picture-1

এইচ এম মোমিন তালুকদার , ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : অধ্যাপক ড. মোঃ জাফর ইকবাল মেয়ে শিক্ষার্থী উদ্যেশে বলেন তোমরা লেখাপড়া শেষ না করে কেউ বিয়ে করবে না, শুধু লেখাপড়া শেষ করেনা, চাকরী করে তার পর বিয়ে করবে। ২৪ ডিসেম্ব ও (শনিবার) সকালে ত্রিশালে রায়মনি এলাকায় বীর প্রতীক লেঃ জেনাঃ এম. হারুন-অর রশীদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মেলা ও প্রাথমীক সমাপনী পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন পরীক্ষায় পাশ করার জন্য পড়াশোনা না করে শেখার জন্য পড়াশোনা করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্যেশ্য করে বলেন তোমাদের কপাল অনেক ভালো তুমরা অজপাড়া গাঁয়ে জন্ম গ্রহন করেছ, ঢাকা শহরের তুলনায় অজপাড়া গাঁয় অনেক ভালো। তোমরা যে ভাবে দৌরাতে পারো, সাতার কাটতে পারো, গাছে উঠতে পারো সে তুলনায় শহরের শিশুরা তা পারেনা। তোমাদের স্বপ্নটা অনেক বড় রাখতে হবে তাহলেই বড় হতে পারবে। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান তোমরা লেখাপড়া করে জ্ঞানী হলে এদেশের সম্পদ বৃদ্ধি পাবে। গাইড বই মুখস্থ করার জন্য ব্রেইন তৈরী করা হয়নি, মুখস্থ না করে বুঝে বুঝে লেখাপড়া করতে হবে। মুখস্থ করে জিপিএ-৫ পেলেও অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনা।
স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি বীর প্রতীক লেঃ জেনাঃ এম. হারুন-অর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন, মঠবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, ময়মনসিংহ নোটারী ক্লাবের সাবেক সভাপতি ফারুখ খান পাঠান প্রমুখ। এর আগে শিক্ষা মেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি।