Pages

Categories

Search

আজ- শুক্রবার ২৬ এপ্রিল ২০১৯

শুটিং সেটে আহত আমির খান

নভেম্বর ১৬, ২০১৫
বিনোদন
No Comment

Amir‘দাঙ্গাল’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় কাঁধে চোট পেলেন আমির খান। নিতীশ তিওয়ারির পরিচালনায় কুস্তিগীর মহাবীর ফোগটের বায়োপিকে অভিনয় করছেন তিনি।

গত ৪০ দিন ধরে লুধিয়ানায় এই ছবির শুটিং করছেন আমির। সেখানেই একটি এ্যাকশন দৃশ্যের শুটিংয়ে কাঁধে চোট পান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট-খ্যাত আমির খান।

শুটিং ইউনিটের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, একটি এ্যাকশন দৃশ্যের শুটিংয়ে বিভিন্ন এ্যাঙ্গেল থেকে অনেকগুলো টেক নেওয়া হচ্ছিল। একেবারে শেষ টেক দেওয়ার সময় আমিরের কাঁধের পেশিতে টান লাগে। আইসপ্যাক দিয়ে এক ঘণ্টা বিশ্রাম নেওয়ার পরেও উঠে দাঁড়াতে পারছিলেন না তিনি।

পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দেখে জানান, আমিরের চোট গুরুতর।

জানা গেছে, শুটিং মাঝপথে বন্ধ রেখেই চিকিৎসার জন্য মুম্বাই ফিরে আসছেন আমির।