শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী ও আলোচনা
গাজীপুর, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, প্রতিষ্ঠা বার্ষিকী
No Comment

??????????????
গাজীপুর দর্পণ রিপোর্ট: গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার র্যালী, কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৯টার দিকে কলেজের অধ্যক্ষ ডা. সুভাস চন্দ্র সাহার নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে স্থাপিত দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিবসের কর্মসূচীর সূচনা করা হয়। পরে কলেজ ক্যাম্পাসে র্যালী, কেক কাটা ছাড়াও শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মো. হাবিব উল্লাহ, অধ্যাপক মো. আসাদ হোসেন, অধ্যাপক মো. মনিরুজ্জামান, অধ্যাপক জসিম উদ্দন, অধ্যাপক রঞ্জিত কুমার মল্লিক, শিক্ষার্থী নিশাত ফার্জিনা ও রবিউল আলম প্রমুখ।
২০১৩সালে গাজীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নামে এ প্রতিষ্ঠানটি স্থাপিত হলেও পরে তা দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে নামকরণ করা হয়েছে।