Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৩ মে ২০১৯

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ খুলছে বুধবার


গাজীপুর দর্পণ রিপোর্ট : ছাত্র ও আউট সোর্সিং কর্মচারীদের মধ্যে সংঘর্ষের জেরে অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ খুলছে আগমী বুধবার। আজ সোমবার থেকে কলেজের হল খুলে দেয়া হয়েছে।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো: আসাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, তুচ্ছ ঘটনার জেরে ছাত্র ও আউট সোর্সিং কর্মচারীদের মধ্যে সংঘর্ষ এবং হাসপাতাল ভাংচুরের পর উদ্ভূত পরিস্থিতিতে গত মঙ্গলবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন কলেজ কর্তৃপক্ষ।