Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৩ মে ২০১৯

রূপসী নান্দাইল সাময়িকীর মোড়ক উম্মোচন ও সম্মাননা 

নভেম্বর ১৮, ২০১৭
ময়মনসিংহ
No Comment

এবি সিদ্দিক খসরু, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাশঁহাটি সাহিত্য ও লোকজ সংস্কৃতি সংঘের উদ্দ্যোগে ও যুগান্তর স্বজন সমাবেশ নান্দাইল উপজেলা শাখার সহযোগীতায় শনিবার (১৮ই নভেম্বর) বিকালে নান্দাইল চৌরাস্তা শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে “রূপসী নান্দাইল” সাময়িকীর মোড়ক উম্মোচন ও সম্মননা প্রদান অনুষ্ঠিত হয়। সংঘের সভাপতি অধ্যাপক আফেন্দী নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হাবিবুন ফাতেমা পপি, বিশেষ অতিথি ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কথা সাহিত্যিক মোছাঃ সুফিয়া বেগম, কেন্দুয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হক, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুল, বাশঁহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুল হক মিলন, সিনিয়র সাংবাদিক মোঃ আঃ রাজ্জাক ভূইয়া, সংঘের সাধারন সম্পাদক মোঃ ফখর উদ্দিন ভূইয়া, সহ-সভাপতি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ ভানু কুমার সেন, কেন্দুয়ার মোঃ ফিরোজ আলী, তাড়াইলের কবি সাদেকুর রহমান রতন, সাংবাদিক সমিতির সেক্রেটারী এবি সিদ্দিক খসরু, সাংবাদিক মোঃ কামরুজ্জামান খাঁন গেনু, মোঃ মঞ্জুরুল হক মঞ্জু, যুগান্তর স্বজন সমাবেশের যুগ্ম সম্পাদক ডাঃ মোঃ শাহজাহান ফকির প্রমুখ। উক্ত অনুষ্ঠানে নান্দাইলের কথা সাহিত্যিক হারুন অর রশীদ এবং কবি কামরুল হাসান জুয়েলকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মশিউর রহমান নীরব, কবি এনইউ আহম্মেদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন রূপসী নান্দাইল সাময়িকীর সম্পাদক ও যুগান্তর স্বজন সমাবেশের সাধারন সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান বাবুল। অনুষ্ঠানে নান্দাইল, কেন্দুয়া ও তাড়াইল উপজেলার কবি, সাহিত্যিক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।