Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০১৯

রাণীনগর মহিলা কলেজ জাতীয়করণের দাবীতে মানববন্ধন

মার্চ ১১, ২০১৭
নওগাঁ, প্রতিবাদ, মানববন্ধন
No Comment

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: সরকার ঘোষিত প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করন কর্মসূচীর আওতায় নওগাঁর রাণীনগর মহিলা (অর্নাস) কলেজকে জাতীয়করণের তালিকাভুক্ত করার দাবীতে কলেজের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছে।
নারী শিক্ষার প্রসার ও উন্নয়নসহ উচ্চ শিক্ষার সুযোগ উন্মোচনের স্বার্থে সর্বজন প্রশংসিত রাণীনগর মহিলা (অর্নাস) কলেজকে জাতীয়করণের দাবীতে শনিবার কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ্য মিরাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সহকারি অধক্ষ্য সত্যন্দ্রনাথ নারায়ন দত্ত, মো: জিল্লুর রহমান, মোফাজ্জল হোসেন, প্রভাষক এসএম বেলাল উদ্দিন, বেলায়েত হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ২০০২ সালে রাণীনগর মহিলা কলেজটি ডিগ্রী এমপিও ভুক্তির পাশাপাশি ২০১১ সাল থেকে কলেজে বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু হয়। সমাজবিজ্ঞান, সমাজকল্যান, দর্শন, ইতিহাস, ইসলামের ইাতহাস ও সংস্কৃতি, অর্থনীতি এবং ভ‚গোল অনার্স প্রক্রিয়াধীন। এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি এবং ডিগ্রী প্রোগ্রাম চালু রয়েছে। কলেজটিতে সরকারী ও স্থানীয় উদ্যোগে ৩টি ভবন বিদ্যমান আছে এবং শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চারতলা নতুন ভবন নির্মানের কাজ (২য় তলার কাজ সম্পন্ন) চলমান রয়েছে। ৩ একর ৫৫ শতক জমির ওপর অবস্থিত কলেজে প্রায় ১২শ’ ছাত্রী অধ্যয়ন করছে। নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম রাণীনগর মহিলা (অর্নাস) কলেজকে জাতীয়করণ করার দাবীতে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট মহলে পত্র প্রেরণ এবং এই কলেজটি জাতীয়করণের জন্য সরকারী নীতিমালা অনুসারে ডিও লেটারও দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ওই কলেজের অধ্যক্ষ্য মিরাজুল ইসলাম।