Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৩ মে ২০১৯

রাণীনগরে সদর ইউপি চেয়ারম্যান পিন্টু’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন


মো: শহিদুল ইসলাম, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টুকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে ইউপি সদস্য নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য গোলাম মোস্তফা, আহসান হাবিব স্বপন, আব্দুল শাকুর আলী, সাইফুল ইসলাম, মহিলা সদস্য মর্জিনা বিবি, অত্র পরিষদের সচিব নাহিদ আখতার প্রমুখ। অপর দিকে একই সময়ে চেয়ারম্যান পিন্টুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের শাস্তির দাবিতে সদরের বিজয়ের মোড় নামক স্থানে রাণীনগর শের-এ বাংলা ডিগ্রী কলেজ, রাণীনগর মহিলা অর্নাস কলেজ, রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড উচ্চ বিদ্যালয় ও উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠন যৌথ ভাবে মানব বন্ধন করে।
উল্লেখ্য, গত ১৩ আগষ্ট উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টু (৪৫) কে ৫/৬ টি মটরসাইকেল নিয়ে আসা হেলমেট পরিহিত কতিপয় ১২/১৪ জন লোক সন্ত্রাসী কায়দায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে মারাতœক ভাবে জখম করে।