Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৭ জানুয়ারি, ২০১৯

রাণীনগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

অগাষ্ট ১৪, ২০১৭
নওগাঁ
No Comment

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সোমবার যথাযোগ্য মর্যাদায় মহাবত ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাণীনগর উপজেলা শাখা এক সার্বজনীন প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করে ।
এদিন সকালে মহিলা (অনার্স) কলেজ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে কলেজ মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির রাণীনগর শাখার সভাপতি বাবু শ্রী সুবাস চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, রাণীনগর শের-এ বাংলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: মোফাক্কার হোসেন (পথিক), রাণীনগর মহিলা (অনার্স) কলেজের অধ্যক্ষ মো: মিরাজুল ইসলাম, উপাধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: জহুরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ রাণীনগর উপজেলা শাখার সভাপতি বাবু শ্রী কিশোর কুমার বোস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাণীনগর উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্রী রুহীদাস সরকার, এ্যাড. শ্রী নিরাঞ্জন সাহা, সাংবাদিক সুকুমল কুমার প্রামানিক প্রমুখ।