রাণীনগরে বিএনপি’র সদস্য সংগ্রহ

BenQ Corporation
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে কেন্দ্রীয় নিদের্শনা অনুসারে সারা দেশের কর্মসূচির অংশ হিসাবে উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাইমারী শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। উপজেলা বিএনপি’র সভাপতি এসএম আল ফারুক জেমসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আত্রাই-রাণীনগর আসনের বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন বুলু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম রবি, যুগ্ন সম্পাদক প্রভাষক জাকির হোসেন, রোকনুজ্জামান খাঁন রুকু, মেজবাউল হক লিটন, এইচ এম নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের সভাপতি এমদাদুল হক, সম্পাদক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহŸায়ক শরিফ মাহমুদ সোহেল, উপজেলার ৮টি ইউনিয়নের ওয়ার্ড বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেত্রবৃন্দ।