Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০১৯

রাণীনগরে বাল্যবিবাহ নিরোধ দিবস উদযাপন

অক্টোবর ১২, ২০১৭
জাতীয়, দিবস, নওগাঁ
No Comment

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে বাল্যবিবাহ নিরোধ দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে সভায় প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল ফারুক জেমস। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা আ’লীগের সম্পাদক মফিজ উদ্দিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব কর্মকর্তা আশিস রায়, নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান মিঞা প্রমুখ।