Pages

Categories

Search

আজ- সোমবার ১২ নভেম্বর ২০১৮

রাণীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অগাষ্ট ২২, ২০১৫
অপমৃত্যু, নওগাঁ
No Comment

শাহ্ জালাল উদ্দিন, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পানিতে ডুবে হালিমা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রণসিংগার গ্রামের বাবু ওরফে আকার শিশু কন্যাকে বাড়িতে রেখে পাশের বাড়িতে তার মা মাদুর তৈরির কাজ করছিলো । এ সময় সবার অজান্তে হালিমা বাড়ির পার্শ্বে ডোবার পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়। বাড়ির লোকজন শিশুটিকে অনেক খোজা খুজির এক পর্যায় তার লাশ ডোবা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে মৃত হালিমার বাবা বাবু জানান।