Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০১৯

রাণীনগরে জাতীয় শোক দিবস উদযাপন

অগাষ্ট ১৫, ২০১৫
জাতীয়, দিবস, নওগাঁ, স্মরণ
No Comment

Raninagar_Dibos_Picture
মোঃ শহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি : সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে শনিবার যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এক শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। এদিন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড.ইসমাইল হোসেন, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমুখ।