Pages

Categories

Search

আজ- শুক্রবার ১৬ নভেম্বর ২০১৮

রাণীনগরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

ডিসেম্বর ২৭, ২০১৭
অর্থ বাণিজ্য, নওগাঁ
No Comment

মোঃ শহিদুল ইসলাম, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং রাণীনগর বাজার কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সাবেক পাট গোডাউন গেট সংলগ্ন কামাল ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মো: মতিয়ার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন মো: মাহবুব আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুখ জেমস, নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, ইসলামী ব্যাংক নওগাঁ শাখার ফার্স এসিসিষ্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো: রাশেদুল করিম, সিনিয়র ফিল্ড অফিসার মো: হানজালা, মের্সাস এলিট কম্পিউটার ও রাণীনগর বাজার কেন্দ্রের এজেন্ট ব্যাংকিং এর স্বত্ত¡াধিকারী মোছা: নারগিস সুলতানা প্রমুখ।