Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৭ জানুয়ারি, ২০১৯

রাণীনগরে আশা’র স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক

জুলাই ১৯, ২০১৬
এনজিও, নওগাঁ, স্বাস্থ্য
No Comment
BenQ Corporation

BenQ Corporation

মো: শাহ জালাল, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বে-সরকারি সংস্থা আশা’র স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশের সকল উপজেলার ন্যায় রাণীনগরের সকল ব্রাঞ্চে স্বল্প মূল্যে খাবার ও পুষ্টিহীনতা প্রতিরোধ বিষয়ে স্বাস্থ্য সচেতনতা মূলক এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন সকালে আশা’র রাণীনগর আঞ্চলের পূর্ব বালুভরা গ্রামের শিমূল ভ’মিহীন মহিলা সমিতির সদস্য ও তার আশপাশের মহিলাদের মাঝে স্বল্প মূল্যে খাবার ও পুষ্টিহীনতা প্রতিরোধ বিষয়ে সচেতনতা মুলক আলোচনা করা হয়।

এতে আলোচনা করেন আশা’র রাণীনগর অঞ্চলের সি.আর.এম.আব্দুল কাদের। এছাড়াও আলোচনা করেন আশা’র রাণীনগর ১নং ব্রাঞ্চের ম্যানেজার মো: সাইদ হাসান, লোন অফিসার জাহাঙ্গির আলম প্রমুখ। এসময় দলের সদস্যে মধ্যে উপস্থিত ছিলেন সভানেত্রী নাজমা আক্তার, কোষাধ্যক্ষ রোকসানা আক্তারসহ শতাধিক মহিলা।