ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রী হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহন
এইচ এম মোমিন তালুকদার, ময়মনসিংহ থেকে: ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী সিথি রাণী দে, জেলা ময়মনসিংহের বিজ্ঞ নোটারী পাবলিক সমক্ষে এফিডেপিট এর মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহন করেছেন।
এফিডেপিটে জানাযায়, সিথি রাণী দে, পিতা ভক্ত চন্দ্র দে, মাতা শিখা রাণী দে, গ্রাম- দৌলতপুর নতুনপাড়া, ডাকঘর- মোহনগঞ্জ, জেলা- নেত্রকোনা, পেশা আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ফাইনাল ইয়ার অধ্যায়নরত, জন্ম তারিখ ০৭/০৭/১৯৯৮ ইং। সে মুসলিম ধর্মের রীতিনীতি আচার, আচরণ ও ধর্মীয় অনুষ্ঠানাধী লক্ষ্য করিয়া এবং ইসলাম ধর্মের বিভিন্ন পুস্তকাদী পাঠ করিয়া মনে প্রাণে পবিত্র ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ঠ হইয়া পূর্ব সনাতন ধর্ম (হিন্দু) ধর্মের প্রতি আস্থা হারাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এফিডেপিটে উল্লেখ করা হয়েছে পুর্ব সনাতন নাম সিথি রানী দে এর পরিবর্তে বর্তমান ইসলামী নাম নুজহাত নুয়েরী ইসলাম (নীল) ধারণ করেছেন। এখন থেকে সে একজন মুসলিম রমনী হিসেবে নিজেকে পবিত্র ইসলাম ধর্মের উপর পতিষ্ঠিত রাখিয়া আল্লাহ ও তার রাসুল (সাঃ) এর উপর বিশ্বাস স্থাপন করে পবিত্র কালেমা ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ (সাঃ) পাঠ করতঃ নিজেকে ইসলাম ধর্মে নিজেকে দিক্ষিত করেছেন। এফিডেপিটে উল্লেখ করা হয়েছে ধর্মান্তরের বিষয়ে অন্য কারো কোন প্রকার উজর আপত্তি চলিবে না এবং কেহ করিলে তা আইনত সর্বাদালতে অগ্রাহ্য বলিয়া গণ্য হইবে। এখন থেকে পুর্বের নামের পরিবর্তে বর্তমান ইসলামি নাম ধারণ করায় সকল সরকারি ও বেসরকারি কাগজ পত্রে পুর্বের নামের পরিবর্তে বর্তমান নাম ব্যবহৃত হইবে। এফিডেপিট নং- ১৮০৯ তারিখ ০৯/০৭/১৭ ইং।