Pages

Categories

Search

আজ- শনিবার ২০ এপ্রিল ২০১৯

ময়মনসিংহে বাংলা ভাইয়ের সহযোগীসহ গ্রেফতার শতাধিক

জুন ১৪, ২০১৬
অপরাধ, আইন- আদালত, ময়মনসিংহ
No Comment

Mymensingh-pic[1]

 

এইচ এম মোমিন তালুকদার – ময়মনসিংহ  প্রতিনিধি :

ময়মনসিংহের বিভিন্ন স্থান থেকে জেএমবির সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের সহযোগী গরীব উল্লাহ আকন্দ, জেএমবি বিল্লাল হোসেন ইয়াকুব আলীসহ জামায়াতশিবিরের ১১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, ১৪ জুন মঙ্গলবার ভোরে দুল্লা ইউনিয়নের বিন্নাকুড়ি গ্রাম থেকে বাংলা ভাইয়ের একান্ত সহযোগী গরীব উল্লাহ আকন্দকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় হত্যা, ডাকাতি বিস্ফোরক আইনে চারটি মামলা রয়েছে

জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, মুক্তাগাছা থেকে জেএমবির বাংলা ভাইয়ের সহযোগী গরীব উল্লাহ আকন্দ, হালুয়াঘাট থেকে জেএমবির সদস্য এয়াকুব আলী ভালুকা থেকে বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে জামায়াতশিবিরসহ ১১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ এর মধ্যে ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে ২১ জন, মুক্তাগাছায় জেএমবি সদস্যসহ ১৪ জন, ফুলবাড়ীয়ায় ১০, ত্রিশাল , ভালুকা , গফরগাঁও , পাগলা ১০, গৌরীপুর ১২, ঈশ্বরগঞ্জ , নান্দাইল , ফুলপুর , হালুয়াঘাট , তারাকান্দা ধোবাউড়া জনকে গ্রেফতার করা হয়

জেএমবির সেকেন্ড ইন কমান্ড বাংলা ভাইকেও বিন্নাকুড়ির বাড়ি থেকেই গ্রেতার করা হয়েছিল