মেয়র হিসেবে মান্নানের দায়িত্ব পালনে বাধা নেই
গাজীপুর দর্পণ রিপোর্ট : গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে দ্বিতীয়বারের মতো সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
বুধবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এম এ মান্নানের আইনজীবী আবু হানিফ বলেন, “এর ফলে মেয়র হিসেবে দায়িত্ব পালনে আর বাধা নেই।”
গাজীপুরের জয়দেবপুর থানার একটি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ার পর ২০১৬ সালের ১৮ এপ্রিল মেয়র মান্নানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে চলতি বছরের ১০ এপ্রিল হাইকোর্টে রিট করেন মান্নান।
১৩ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ এ বিষয়ে রুল জারি করে। একই সঙ্গে সাময়িক বরখাস্তর আদেশটি স্থগিত করে দেন। হাইকোর্টের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে।
১৪ মে চেম্বার বিচারপতি রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। বুধবার আপিল বিভাগ আবেদনটি খারিজ করে দেন।