Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ১৫ জানুয়ারি, ২০১৯

মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) শিক্ষার্থীদের মানববন্ধন

নভেম্বর ১৫, ২০১৫
জাতীয়, মানববন্ধন, স্বাস্থ্য
No Comment

15 Nov 2015মাহফুজ শিকদারঃ

গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে রবিবার সকালে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
সারা দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
সরকারী ৮টি ও বেসরকারী ২৩২টি মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল থেকে পাশ করা শিক্ষার্থীরা চারটি দাবিতে মানববন্ধনে অংশ নেন।

ইন্টার্ণ ডিপ্লোমা ডক্টরস্ এসোসিয়েশন, (আই,ডি,ডি,এ) গাজীপুরের আহ্বায়ক নাহিদ খন্দকার উচ্চ শিক্ষার ব্যবস্থা, পুনরায় ইন্টার্ণ ভাতা চালু করা, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করা ও কমিউনিটি ক্লিনিকে সরকারি ভাবে দশম গ্রেডে নিয়োগের দাবি জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৌরভ গো শুভ, খন্দকার শাকিল আহমেদ, শরিফুল ইসলাম সোহাগ, অগ্র ভৌমিক জ্যোতি, আবু বক্কর, সাব্বির আহমেদ, টুটুল আহমেদ, মলয় চাকমা, নাজমুন নাহার আশা ও অনু খাতম।

বক্তারা শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।