Pages

Categories

Search

আজ- শুক্রবার ২৬ এপ্রিল ২০১৯

মুক্তিযোদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিন স্মরণে স্মৃতিচারণ

সেপ্টেম্বর ৬, ২০১৬
মাদারীপুর, মুক্তিযুদ্ধ, স্মরণ
No Comment

afsar[1]
মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি: মহান মুক্তিযোদ্ধে (ঢাকা উত্তর ও ময়মনসিংহ দক্ষিন) সাব-সেক্টর কমান্ডার ও ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর আফসার উদ্দিন আহম্মেদের ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্মৃতিচারন সভা, মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করে। উপজেলার মামারিশপুর মেজর আফসার উদ্দিন নিন্ম মাধ্যমিক বিদ্যালয় এ উপলক্ষে স্মৃতিচারন সভা, মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করে। মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহসভাপতি শওকত আলী সুরুজ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য রাখেন মেজর আফসার উদ্দিন আহম্মেদের পুত্র ও ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজিমউদ্দিন আহম্মেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ নাজিমউদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক কিরন, মহিলা ইউপি মেম্বার স্বপ্না আক্তার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এ এফ আসমত আলী, কুলসুম আক্তার,আলী নেওয়াজ, আব্দুল মতিন সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়াও একই দিন বিকেলে ধামশুর প্রাথমিক বিদ্যালয় মেজর আফসার উদ্দিন আহম্মেদ স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।বক্তাগন বলেন, মহান মুক্তিযোদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিনের বীরত্ব গাঁথা ইতিহাস দেশবাসী চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। অপর দিকে মঙ্গলবার বিকেলে পরিবারের পক্ষ থেকে ভালুকা মেজর ভিটা জামে মসজিদে মরহুম মেজর আফসার উদ্দিন আহম্মেদ স্মরণে স্মৃতিচারন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে পরিবারের সদস্য ছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ গ্রহন করেন।