Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি ২০১৯

মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু মঙ্গলবার

file (2)নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের এমএ, এমএসএস, এমবিএস, এমএসসি ও এম মিউজ শেষ পর্বের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার শুরু হবে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

এবার সারা দেশে ১১৪টি কেন্দ্রে একযোগে ১৩১টি কলেজের ১ লাখ ৯৬ হাজার ৫৬২ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে এ পরীক্ষায় অংশ নেবেন বলে বার্তায় জানানো হয়েছে। প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে পরীক্ষা।

পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।