মাভাবিপ্রবি আইসিটি বিভাগের শিক্ষক মনির মোর্শেদ এর বিদায়ী সংবর্ধনা
মোঃ রিয়াজ উদ্দিন রিপন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের সাবেক চেয়ারম্যান মনির মোর্শেদ এর শিক্ষাছুটিতে বিদেশ গমন ও নতুন চেয়ারম্যান মুহাম্মদ বদরুল আলম মিয়া এর দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের উদ্যোগে মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে বিভাগটির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের নতুন চেয়ারম্যান মুহাম্মদ বদরুল আলম মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমান ও বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম।
এ সময় ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান মনির মোর্শেদ, সহযোগী অধ্যাপক ড. সাজজাদ ওয়াহিদসহ বিভাগটির অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।