Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৩ মে ২০১৯

মান্দা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী গাছ কর্তনের অভিযোগ

অগাষ্ট ২৮, ২০১৭
অনিয়ম, অপরাধ, জনপ্রতিনিধি, নওগাঁ
No Comment


মোঃ হাবিবুর রহমান, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলা চেয়ারম্যান সহ কয়েকজনের বিরুদ্ধে সরকারী ভিপি জমি থেকে ১০ টি আম গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার মৈনম ইউপির মৈনম গ্রামের মৃত সহিদুর রহমানের ছেলে মান্দা উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ সহ এর ভাই আব্দুল মজিদ ও একই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ইকবাল হোসেন সরকারী ভিপি জমি থেকে গাছ কর্তন করায় একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন মন্ডল মৈনম-গণেশপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে তৎক্ষনিক ব্যবস্থা নেওয়ায় গাছগুলো কর্তন অবস্থায় জমিতে পড়ে আছে। অভিযোগকারী গিয়াস উদ্দিন জানান, সরকারী লিজকৃত মৈনম মৌজার ১০৮২ নং খতিয়ানের ২৩০১ নং দাগের ২৬ শতাংশ সরকারী ভিপি জমি থেকে গাছ কর্তন করে। উক্ত জমিতে চাষাবাদ করার নিয়ম থাকলেও সরকারী গাছ কর্তনের নিয়ম নেই। এজন্য আমি রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে গত ১৮ ই আগষ্ট তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করি। এব্যাপারে উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান ও মৈনম-গণেশপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে অভিযোগের সত্যতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।