Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৭ জানুয়ারি, ২০১৯

মান্দায় জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০১৬
নওগাঁ
No Comment

Naogaon_720123863

মোঃ হাবিবুর রহমান,মান্দা (নওগাঁ) সংবাদাদাতা:
নওগাঁর মান্দায় স্বচ্ছ ও জবাবদিহি মুলক স্থাণীয় সরকারের জন্য কার্যকর অংশগ্রহণ প্রকল্পের আওতায় জেন্ডার ও ডেভেলপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কুশুম্বা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালা উদ্বোধন করেন কুশুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নফেল আলী মন্ডল। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও ডিয়াকোনিয়ার সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থায় বার্ষিক এই কর্মশালা আয়োজন করে। অনুষ্ঠানে বারসিকের সহযোগী গবেষক ইসমত জেরিন এলাকা সমন্বয়কারী জহিদ আলী ফ্যাসিলিট্টের রবিউল ইসলাম কুমম্বা ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় কুশুম্বা ইউনিয়নের ওয়ার্ড ওয়াচ গ্রুপের (এনএসএর নন-স্টেট এ্যাক্টর) ১৮জন নারী ও ১২ জন পুরুষ সদস্য অংশগ্রহণ করেন।