মান্দায় আদালতের আদেশ অমান্য করে বিধবার জমি দখল
মোঃ হাবিবুর রহমান, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় আদালতের আদেশ অমান্য করে এক বিধবার জমি জবর দখল করে নিয়েছে প্রতিপক্ষরা। জানা গেছে, উপজেলার কিত্তলী গ্রামের মৃত ময়েন উদ্দিন খামারুর বিধবা স্ত্রী ফিরোজা বিবি নিজ নামীয় জমি অপদখলের হাত থেকে বাঁচার জন্য নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় ১৩৮/২০১৬ (মান্দা) নং মামলা করলে বিজ্ঞ আদালত গত ২৮/০২/২০১৭ তারিখে প্রতিপক্ষকে বারিত করে ওসি মান্দা থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ পূর্বক রায় প্রদান করেন। এদিকে প্রতিপক্ষ মৃত মেকু উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৪৫), ইসরাইল (৩৩) ও তার স্ত্রী লতিফা বেগম, রিয়াজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২২), স্ত্রী সমস্ত বিবি ও জোৎসা বিবি, জাহাঙ্গীর আলমের স্ত্রী রুপালী বেগম, মহির উদ্দিনের স্ত্রী শাহানারা আদালতের নির্দেশ মোতাবেক থানা প্রসাশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি জবর দখল অব্যহত রেখেছে। বিধবা জানান, তার নিজ নামীয় মৌজার হাল ২০৮ দাগের ৩৬ ডেঃ জমিতে অবৈধভাবে চারা রোপন করে দখল করে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। এছাড়াও ২০৬ দাগে ১৭৭ ডেঃ, ২০৭ দাগে ৭৫ ডেঃ জমি দখলের পায়তারা করে আসছেন এবং বাদীনির পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে তিনি জানান।