Pages

Categories

Search

আজ- রবিবার ২৬ মে ২০১৯

মাদারীপুরে সেতুর রেলিং ভেঙে বাস খালে, নিহত ৭

Madaripur1464343690গাজীপুর দর্পণ ডেস্ক:
মাদারীপুর সদর উপজেলায় সেতুর রেলিং ভেঙে একটি বাস খালে পড়ে সাত জন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে সমাদ্দার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোরশেদ জানান। বাসটি সুগন্ধা পরিবহনের। এটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার ব্রিজে ওঠার মুখে বাসের সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সেতুর রেলিং ভেঙে গভীর খালে পড়ে যায়। এখন পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার হয়েছে। এঁদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী। আহত অবস্থায় ৩০-৩৫জনকে মাদারীপুরের সদর হাসপাতালে ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান ফকির বলেন, ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস সমাদ্দার ব্রিজের রেলিং ভেঙে নিচে খালে পড়ে যায়। বাসটির অর্ধেক ডুবে গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।