মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মো: ইসমাইল হোসাইন খান, নরসিংদী থেকে: নরসিংদীর মনোহরদীতে মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ‘জ্ঞানই জীবন’ এই প্রতিপাদ্য বিষয়টি সামনে নিয়ে মনোহরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম নাছরিন সুলতানার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম নাছরিন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম (রুমি), সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মান্নান, একাডেমীক সুপারভাইজার মো. জলিল মিয়া প্রমুখ। দুপুর ১২ টায় মনোহরদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা চিত্রাঙ্কান প্রতিযোগীতায় অংশ নেয়।