Pages

Categories

Search

আজ- শনিবার ২০ এপ্রিল ২০১৯

ভিটামিন-’এ’ প্লাস নিয়ে সাংবাদিকদের সঙ্গে গাজীপুর সিটির মতবিনিময়

ডিসেম্বর ১, ২০১৬
গাজীপুর মহানগর, জাতীয়
No Comment
?

?

গাজীপুর দর্পণ রিপোর্ট: গাজীপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার দুপুরে সিটিকরপোরেশনের হল রুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। গাজীপুর সিটির সচিব মো: আসলাম হোসেনের সঞ্চালনায় গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার কাজী মো. আতিকুল ইসলাম, সিটি কর্পোরেশনের স্যানিটেশন ইন্সপেক্টর মমতাজ বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ডা. কাজী মো. আতিকুল ইসলাম জনান, ১০ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে গাজীপুর সিটির দুইটি জোনে ২৫টি ওয়ার্ডে প্রায় ৯৫হাজার ৭১২জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। শিশুদের মধ্যে ৬ থেকে ১১মাস বয়সী হলো ১১হাজার ১৪৮জন এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সীদের সংখা হলো ৮৪হাজার ৫৬৪জন।

এরআগে প্রথম রাউন্ডে গাজীপুর সিটির বাকি ওয়ার্ডে ৬-১১মাস বয়সী ১০হাজার ৭৯১জন এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সী ৮৫হাজার ৯৭৩জন শিশুকে ভিটামিন-এ প্লাস খাওয়ানো হয়েছিল।