Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০১৯

ভাসানী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক আাজিজুল হক

Captureমাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের সহযোগী অধ্যাপক মো: আজিজুল হককে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে। আগামী এক বছরের জন্য তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য, মো: আজিজুল হক ২০১০ সালের ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি সহযোগী অধ্যাপক হন।

তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ২০১৩ সালের ২৪ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে একাডেমিক কাউন্সিলের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।