Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০১৯

ভালুকা এ্যাপোলো’র ১৮ বর্ষে পদার্পন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

সেপ্টেম্বর ৩০, ২০১৭
ময়মনসিংহ, শিক্ষা প্রতিষ্ঠান
No Comment

মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি : এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার কলেজের ১৮তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে এক পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ভালুকা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

কলেজের নবীন-প্রবীন ছাত্রদের সমন্বয়ে বের হওয়া র‌্যালীটি উদ্বোধন করেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ গোলাম মোস্তফা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশাররফ হোসেন খান,

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, এ্যাপোলো’র প্রতিষ্ঠাতা শামসুদ্দিন আহম্মেদ, অধ্যক্ষ এ.আর.এম শামসুর রহমান প্রমুখ। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীনজন অংশ নেন।