Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর ২০১৮

ভালুকায় হাতধোয়া দিবসে শিক্ষার্থীদের র‌্যালী

অক্টোবর ২৬, ২০১৬
দিবস, ময়মনসিংহ, শিক্ষা প্রতিষ্ঠান
No Comment

rely

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি: জাতীয় স্যানিটেশন মাস ও হাতধোয়া দিবস উপলক্ষ্যে র‌্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা সদরে এক বর্নাঢ্য র‌্যালী বের করে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী সমন্বয়ে র‌্যালীটি উপজেলা সদরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা,উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদারসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।

আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের হাতধোয়ার উপর বিশেষ কৌশল শেখানো হয়।র‌্যালীতে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়,ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,এ্যাপোলো ইন্সঃ অব কম্পিউটার কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।